অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাতে বলেছেন,শত্রুরা এ অঞ্চলে তাকফিরি গোষ্ঠীগুলোর উগ্রবাদী কর্যকলাপ আবারো ছড়িয়ে দিতে চাইছে। একইসঙ্গে তিনি তেহরান ও বাগদাদের মধ্যে অর্থনৈতিক,নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
সিমা নিউজ এজেন্সির বরাত দিয়ে সাহাব নেটওয়ার্ক জানিয়েছে যে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ গতকাল বুধবার তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে দেখা করে জোর দিয়ে বলেন, ইরান ও ইরাকের মধ্যে বিদ্যমান সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা গড়ে তোলা উচিত এবং বিভিন্ন স্তরে সম্পূর্ণ বোঝাপড়া থাকা উচিত।তিনি আরও বলেন, “আমাদের এবং সেইসাথে মুসলিম দেশগুলোকেও সিরিয়ার বিষয়ে মতামত বিনিময় করতে হবে।”
কালিবফ আরও বলেন, “আমাদের সকলকে বিশ্বাস করতে হবে যে সিরিয়া একটি স্বাধীন দেশ এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সবার সম্মান করা উচিত।”
ইরানের সংসদ স্পিকার বলেন, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিশেষ করে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের কারণে মুসলিম দেশগুলোর মধ্যে বিশেষ করে ইরান ও ইরাকের মধ্যে ঐক্যের বৃহত্তর গুরুত্ব বহন করে। এ বিষয়টি ইসলামি দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাশাপাশি তা রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে ভূমিকা পালন করতে পারে বলে জানান কালিবফ।
বৈঠকে কালিবাফ জোর দিয়ে বলেন যে আজ আমাদের প্রধান শত্রু হল ইহুদিবাদী সরকার এবং আমেরিকা। ইরান ও ইরাকের মধ্যে বিদ্যমান ঐক্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা তাদের প্রচেষ্টা চালাচ্ছে । কিন্তু তারা কখনই সফল হবে না।
ইরাকি প্রধানমন্ত্রী বৈঠকে বলেন যে এই অঞ্চলের বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে তিনি তেহরান সফর করছেন এবং দুটি বন্ধুত্বপূর্ণ, প্রতিবেশী এবং ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে ইরাক ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই এই সফরের উদ্দেশ্য।
Leave a Reply