অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধে ব্যবহারে ইরানের কাছে আরও আধুনিক অস্ত্র চাইতে পারে রাশিয়া, এ বিষয়ে উদ্বিগ্ন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। খবর সিএনএনের।
তিনি বলেন, রাশিয়া তার মিত্র ইরানের কাছে অতিরিক্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা চালাতে পারে। এর মধ্যে ইউক্রেনে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র রয়েছে। এ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরও ড্রোনসহ প্রায় ১ হাজার অতিরিক্ত অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান।
ইরান ইতোমধ্যে রাশিয়াকে ড্রোন সরবাহ করেছে। সামনে মস্কো এসব ড্রোন তেহরানের কাছে আরও বেশি চাইবে বলে মনে করেন রাইডার।
উল্লেখ্য, গত মাস থেকে ইরানের তৈরি ড্রোনের সাহায্যে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে জোরালো হামলা চালাচ্ছে রুশ বাহিনী। কিয়েভের দাবি, ইরানে শহিদ-১৩৬ কামিকাজে ড্রোন ব্যবহার করছে মস্কো। পশ্চিমারা বলে আসছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান, এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের কাছে। যদিও ইরান ও রাশিয়া এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
Leave a Reply