23 Jan 2025, 11:00 am

ইরানে স্কুলে বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত কয়েক মাস ধরে ইরানে মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী মজিদ মিরহমাদি। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে মজিদ মিরহমাদি এ তথ্য জানায়।

তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে পাঁচটি প্রদেশে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলো পূর্ণ তদন্ত চালিয়ে যাচ্ছে।

গতকালই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ ঘটনায় প্রথম প্রকাশ্যে কথা বলেন। তিনি বলেন জড়িত ব্যক্তিদের ‘কঠোর শাস্তি’ পেতে হবে।

সংসদীয় ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির সদস্য মোহাম্মদ-হাসান আসাফারি গতকাল সোমবার  বার্তা সংস্থা আইএসএনএ-কে জানান, ২৫টি প্রদেশে আনুমানিক ২৩০টি স্কুলে এ ধরনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচ হাজারের বেশি স্কুলছাত্রী ও ছাত্র আক্রান্ত হয়েছে। কোন ধরনের বিষ প্রয়োগ হয়েছে এবং এর পেছনের কারণ শনাক্ত করতে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত ব্যবহৃত বিষের ধরন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

গত নভেম্বরের শেষ থেকে ইরানে বিভিন্ন স্কুলে গ্যাস প্রয়োগের ঘটনা ঘটেছে।এতে শিক্ষার্থীর মধ্যে শ্বাসকষ্ট, বমি বমি ভাব ও মাথা ঝিমঝিম লক্ষণ দেখা দিয়েছিল। অনেককেই হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

রহস্যজনক বিষ প্রয়োগের ঘটনাগুলোতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। তারা কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এসব ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে এবং পশ্চিমারা স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *