অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের মধ্যস্থতায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সইয়ের পর মার্কিন সরকারকে সতর্ক করেছেন আমেরিকার সাবেক কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
একটি রেডিওর মর্নিং শো অনুষ্ঠানে গতকাল (রোববার) বোল্টন বলেন, “যখন রাশিয়া, ইরান ও সৌদি আরবের সঙ্গে চীন সম্পর্ক ঘনিষ্ঠ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করে চলেছে তখন আমরা অলস বসে আছি।”
জন বোল্টন বলেন, “চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া এবং আরো কয়েকটি দেশ তাদের নিজেদের সম্পর্ক ঘনিষ্ঠ করছে এবং বিভিন্ন জায়গায় আমাদের জন্য হুমকি সৃষ্টি করছে; তখনও আমরা বসে আছি।”
গত শুক্রবার চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হওয়ার পর বোল্টন এসব কথা বললেন। তিনি বলেন, “এটি একটি ইঙ্গিত যে, সৌদি আরব এবং অন্যরা চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে, কারণ তারা মনে করছে ইরানের বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা করা দরকার সে ব্যাপারে আমেরিকার প্রয়োজনীয় দৃঢ়তা ও মনোবল নেই। চীনের একটি কৌশল আছে এবং তারা সেটি অনুসরণ করে। কিন্তু আমরা আমাদের কৌশল প্রতিদিন পাল্টাই।”
Leave a Reply