অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান থেকে আবার কোনো ধরনের হুমকি এলে দেশটির বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বৃহস্পতিবার (১০ জুলাই) ইসরায়েলি বিমানবাহিনীর এক প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই বক্তব্য প্রকাশ করা হয়।
কাটজ বলেন, ‘তেহরান, তাবরিজ বা ইসফাহান—আপনারা যেখান থেকেই আমাদের হুমকি দেবেন, ইসরায়েলের দীর্ঘ হাত সেখানে পৌঁছে যাবে। লুকানোর কোনো জায়গা থাকবে না।’ তিনি আরও যোগ করেন, ‘যদি আবার ফিরতেই হয়, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’
এর আগেও চলতি বছরের জুন মাসে ইরানে টানা ১২ দিন বিমান হামলা চালায় ইসরায়েল। ওই আক্রমণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তোলে। তেহরানের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইসরায়েলের দাবি ছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কার্যক্রম শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, ইসরায়েল-ইরান এই সাম্প্রতিক উত্তেজনার সময় যুক্তরাষ্ট্রও সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। যদিও ওই সংঘাত ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে বন্ধ হয়।