অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেল আবিবের ওপর ইয়েমেনের ড্রোন হামলা, ইসরাইলের অর্থনৈতিক, কৌশলগত এবং রাজনৈতিক ক্ষতির পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের মিত্র জোটকে চ্যালেঞ্জ করার মতো অনেক সংকেত পাঠিয়েছে।
ইহুদিবাদী শাসকদের শাস্তি দেওয়ার ওপর ইয়েমেনিদের গুরুত্বারোপ, ইয়েমেনিদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো, ইয়েমেন নিয়ে নেতানিয়াহুর ভয় এবং তেল আবিবে ইয়েমেনের ড্রোন হামলার মাধ্যমে এ অঞ্চলে কৌশলগত ভারসাম্যে পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞদের স্বীকারোক্তি সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ ঘটনা। এইসব প্রসঙ্গে পার্সটুডের বিশ্লেষণ আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয়।
গাজার জনগণের প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে : আল-মাসিরাহ এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের রাজনৈতিক কার্যালয় সোমবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে দেশটির সশস্ত্র বাহিনী গাজা ও ফিলিস্তিনের জনগণকে সমর্থন অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরুর পর ইয়েমেনের সেনাবাহিনী ফিলিস্তিনিদের সমর্থনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাসহ বাব আল-মান্দাব প্রণালী, লোহিত সাগর ও ভূমধ্যসাগরে ইসরাইলি স্বার্থকে লক্ষ্যবস্তু করে কয়েক ডজন সামরিক অভিযান চালিয়েছে। ।
নেতানিয়াহু ইয়েমেনিদের ভয় পায়: হারেৎজ : বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ইহুদিবাদী পত্রিকা হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইয়েমেনিদের ভয় পায়।
হারেৎজ পত্রিকার অর্থনৈতিক বিশ্লেষক নেহেমিয়া শটার্সলার সোমবার ‘বিবি ইয়েমেনিদেরও ভয় পান’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। ওই নিবন্ধে তিনি লিখেছেন ইয়েমেনি প্রতিরোধ বাহিনীকে মোকাবিলা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধজাহাজ পাঠিয়েছিলেন তা সত্যিই ইয়েমেনিদের ক্ষতি করতে পারে নি। কাজেই ইসরাইল যে ইয়েমেনের মোকাবেলায় দুর্বল বিশ্ববাসী তা সহজেই বুঝতে পেরেছে।
তেলআবিবে ইয়েমেনের হামলা: আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে পরিবর্তন : আল-মাসিরাহ নেটওয়ার্ক জানিয়েছে, তেল আবিবের ওপর ইয়েমেনের ড্রোন হামলা, তেল আবিবের জন্য অর্থনৈতিক, কৌশলগত এবং রাজনৈতিক ক্ষতির পাশাপাশি, ইহুদিবাদী ইসরাইলের মিত্র জোটকে চ্যালেঞ্জ করার মতো অনেক সংকেত পাঠিয়েছে এবং এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য পরিবর্তন করে দিয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেল আবিবের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধের নয়া সমীকরণ তৈরি হয়েছে। ইয়েমেনি সেনাদের সৃষ্ট ওই সমীকরণের লক্ষ্য হল গাজায় আগ্রাসন বন্ধ করা এবং অবরোধের পরিসমাপ্তি টানতে ইহুদিবাদী শত্রুদের ওপর চাপ বৃদ্ধি করা। এই হামলার মধ্য দিয়ে আরও যে বার্তা দিয়েছে ইয়েমেন তা হলো গাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা যেরকম চাপের শিকার হচ্ছেন একইরকম চাপ তেল আবিবে ইহুদিবাদী বসতি স্থাপনকারীরাও ভোগ করবে।
ইসরাইলি হামলার জবাব দিতে দেরি হবে না: ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার : বার্তা সংস্থা ইসরা জানিয়েছে, ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের রাজনৈতিক কার্যালয়ের সদস্য “আলি আল-কাহুম” সোমবার হোদেইদায় ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন: আগামী দিনগুলো অভাবনীয় এবং বিস্ময়কর। ইহুদিবাদী ইসরাইল শনিবার সন্ধ্যায় হোদেইদায় যে হামলা চালিয়েছে ওই হামলার জবাব না দিয়ে ছাড়া হবে না।
এর আগে ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের মহাসচিব আবদুল মালিক আল-হুথিও এক বিবৃতিতে বলেছিলেন: ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে শত্রুদের কোনো লাভ হবে না। তাদের হামলা আমাদেরকে পাল্টা আঘাত হানা থেকে নিরস্ত করতে পারবে না। এমনকি গাজার সমর্থনে আমাদের পঞ্চম পর্বের অভিযানকেও বাধাগ্রস্ত করতে পারবে না।
মোহাম্মদ আবদুস সালামের সাথে বাকেরির আলাপ: নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে ইয়েমেনের প্রতিরোধী জাতির দাঁড়ানো ঐতিহাসিক ঘটনা : মেহর বার্তা সংস্থা জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি সম্প্রতি ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের মুখপাত্র ও আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ আব্দুল সালমের সাথে টেলিফোনে কথা বলেন। ওই ফোনালাপে তিনি বলেন: ইয়েমেনি জাতি ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর ঘটনাটি ঐতিহাসিক এবং এটি ইসলামের জন্য গর্বের বিষয়।
Leave a Reply