September 14, 2025, 1:34 pm
শিরোনামঃ
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ১২ অক্টোবর থেকে ৪ কোটি ৯০ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা ভূমিকম্পে একসঙ্গে কাঁপল বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান দিনাজপুরে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ শীর্ষক সেমিনার  ফিলিস্তিনর গাজায় পোকার কামড়ে অতিষ্ঠ ইসরায়েলি সেনারা ; ছড়িয়ে পড়ছে চর্মরোগ মুসলিম দেশগুলো মিলে ‘যৌথ অপারেশন সদরদপ্তর’ গঠনের আহ্বান জানাল ইরান মার্কিন নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধ  করতে হবে :  ট্রাম্প ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

এআই নজরদারী ব্যবস্থা দিয়ে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনিদের দমন ও তাদের ওপর খবরদারি চালানোর নীতি অব্যাহত রাখার লক্ষ্যে ইহুদিবাদী শাসকগোষ্ঠী সম্প্রতি রেড ওলফ, ব্লু ওলফ এবং ওলফ প্যাক নামে তিনটি গুরুত্বপূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে। এগুলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত এমন একটি প্রযুক্তি যেগুলো ফিলিস্তিনিদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহের কাজে ব্যবহৃত হয়।

ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং নজরদারি নীতি কেবল ফিলিস্তিনিদের গোপনীয়তা লঙ্ঘন করছে না বরং তাদের দৈনন্দিন জীবনকে একটি খোলা কারাগারে রূপান্তরিত করেছে। তাদেরকে এমন সময় ক্রমাগত নজরদারির মধ্যে থাকছে হচ্ছে যখন তার ইহুদিবাদী সামরিক বাহিনীর আগ্রাসন ও আক্রমণে মোকাবেলা করছে। ফার্স নিউজ বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডের এই প্রতিবেদনে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর তিনটি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে।

রেড ওলফ দিয়ে ফেস শনাক্তকরণ : “রেড ওলফ” সিস্টেমটি ইসরাইলের নতুন নজরদারি এবং নিয়ন্ত্রণের সরঞ্জাম যেটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে ফিলিস্তিনিদের বিষয়ে ডাটা সংগ্রহের কাজে লিপ্ত রয়েছে। পশ্চিম তীরের বিভিন্ন চেকপয়েন্টগুলোতে বিশেষ করে হেব্রন শহরে এ সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ফিলিস্তিনিদের অজান্তে বা সম্মতি ছাড়াই চেকপয়েন্ট দিয়ে যাওয়ার সময় তাদের মুখ স্ক্যান করে। ছবি তোলার পরে ছবিগুলো একটি বিস্তৃত বায়োমেট্রিক ডাটাবেসে মূল্যায়ন করার লক্ষ্যে একটি কেন্দ্রে পাঠানো হয় যেখানে অধিকৃত অঞ্চলে বসবাসকারী সমস্ত ফিলিস্তিনিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। যদি ব্যক্তির নাম ডাটাবেসে বিদ্যমান না থাকে তবে তাকে পছন্দসই এলাকায় প্রবেশ করা থেকে বাধা দেওয়া হয় এবং তার নাম এবং বিশদ স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হওয়ার পাশাপাশি তাকে বিশেষ জিজ্ঞাসাবাদ করা হয় তা খুঁজে বের করার জন্য যে তিনি ফিলিস্তিনের কোনো জঙ্গি সংগঠনের সদস্য বা তার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা। এই জিজ্ঞাসাবাদ কয়েক দিন স্থায়ী হতে পারে এবং এই সময়ে ব্যক্তিকে আটক করার বিধান চালু রেখেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

ব্লু ওলফ ইসরাইলি সৈন্যদের ব্যবহৃত একটি বিশেষ অ্যাপ  : ব্লু উলফ এমন একটি মোবাইল অ্যাপ যেটি দিয়ে ইসরাইলি সৈন্যরা বিভিন্ন চেকপয়েন্টে বা ফিলিস্তিনিদের বাড়িতে অভিযানের সময় শিশুসহ ফিলিস্তিনিদের ছবি তুলে থাকে। পরে এসব ছবি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য সরাসরি রেড উলফ ডাটাবেসে পাঠানো হয়।

ব্লু ওলফ প্রোগ্রামে উদ্বেগের কারণ হল এটি এমন একটি প্রক্রিয়া যেটি একটি “গেম” আকারে ডিজাইন করা হয়েছে এবং এটি এমন একটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত যা ইসরাইলি সামরিক বাহিনী দ্বারা ফিলিস্তিনিদের ওপর নজরদারী ও দমনের প্রক্রিয়াকে পুরস্কৃত করে থাকে।

এই পদ্ধতির মাধ্যমে সৈন্যরা তাদের তোলা ছবিগুলোর সংখ্যার উপর ভিত্তি করে পয়েন্ট এবং পুরষ্কার পায় যার ফলে ইসরাইলি সৈন্যরা আরও লাভ এবং পুরষ্কারের জন্য ফিলিস্তিনিদের গোপনীয়তা লঙ্ঘন করার আসকারা পায়। এইভাবে প্রতিটি ইসরাইলি সৈন্য ফিলিস্তিনিদের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো জন্য একটি জীবন্ত হাতিয়ার হয়ে ওঠে এবং তার মাধ্যমে তোলা প্রতিটি ছবি একটি সমন্বিত দমন যন্ত্রের অংশ হয়ে ওঠে।

ওলফ প্যাক : ডাটাবেস  : ওলফ প্যাক” হল “রেড উলফ” এবং “ব্লু উলফ” সহ অন্যান্য সিস্টেমের মাদার সিস্টেম। এই সিস্টেমটি বিস্তৃত বায়োমেট্রিক ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে কবেলমাত্র ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ইসরাইলি সেনাবাহিনীসহ সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা নজরদারি ক্যামেরা এবং সেনাবাহিনীর তোলা ছবি ব্যবহার করে ফিলিস্তিনিদের শনাক্ত করার অনুমতি পায়। এই সিস্টেমটি ফিলিস্তিনিদের বাসস্থান, কর্মক্ষেত্র, দৈনন্দিন কার্যকলাপ এবং পটভূমি বিশেষ করে নিরাপত্তা রেকর্ডসহ সমস্ত ফিলিস্তিনি তথ্যে সহজ এবং দ্রুত প্রবেশের অনুমতি দেয় এবং এটি ফিলিস্তিনিদের আধিপত্য ও দমন করার একটি শক্তিশালী হাতিয়ার। এই সিস্টেমগুলো ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ ও দমন করার জন্য ইহুদিবাদী শাসকদের নতুন এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের অংশ এবং অধিকৃত অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই সিস্টেমগুলো কেবল ফিলিস্তিনিদের চিহ্নিত করতে এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় না বরং ফিলিস্তিনিদের শ্রেণীবদ্ধ করে এটি স্বাস্থ্য এবং শিক্ষার মতো পরিষেবাগুলো ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে থাকে।

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page