October 13, 2025, 3:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার পিআর ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে : বিএনপি মহাসচিব আগামী ১৬ অক্টোবর ইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ঢাকা সেনানিবাসের একটি ভবনকে ‌‘কারাগার’ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ লিটারে ৬ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম ঈশ্বরদীতে কুরিয়ারের পার্সেলের ভেতর থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার চট্টগ্রামে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক ও হেলপার গ্রেফতার টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান ; ৭ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
এইমাত্রপাওয়াঃ

ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রুহুল কবির রিজভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি- তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দল নিজেরদের অপকর্ম আড়াল করে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার করছে তারা নিজেদের অপকর্ম দেখছে না। কিন্তু এসব ষড়যন্ত্র চক্রান্ত করে তাদের কোন লাভ হবে না,কূট-কৌশল ও নীল নকশা করে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা কখনোই সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

বিএনপি’র এই মুখপাত্র বলেন, ‘আমাদের দলের বা অঙ্গ সংগঠনের নামে যারা অপরাধ করছেন বলে প্রমাণিত হচ্ছে, তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের আজীবন বহিষ্কারও করা হচ্ছে।’

এ ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘সামনে নির্বাচন বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন। মাস্টারপ্ল্যান করছেন। নিজেদেরকে আড়াল করে, নানা কল্পকাহিনী তৈরি করে বিএনপি’র নামে অপপ্রচার চালাচ্ছে। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।’

এ ছাড়া রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুই জনকে মবের (হামলা) মাধ্যমে হত্যারও নিন্দা জানান বিএনপি’র সিনিয়র এই নেতা।

তিনি বলেন, ‘মব কালচার আমাদেরকে ভাবিয়ে তুলছে। এই মব কালচার একটি বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই মব কালচার সৃষ্টিকারীদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।’

এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কারও নিজের হাতে আইন তুলে নেওয়ার কোন অধিকার নেই। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদেরকে অদৃশ্য করে দিত বিচারবহির্ভূত হত্যা করতো। সেই কারণে ই সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল।

তিনি আরো বলেন, ‘এমন আইন করা হোক, যাতে কেউ যেন নিজের হাতে আইন তুলে নেয়ার সাহস না পায়।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের আমলে লুটপাট করা প্রায় ২ হাজার কোটি টাকার বেশি অর্থ ফারমার্স ব্যাংকে রাখা হয়। এখন সেটি পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও, সেই টাকার কোনো হদিস নেই।’
এসব লুটপাটের টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য দেশের মানুষ এখনও প্রস্তুত নয় উল্লেখ করে রিজভী বলেন, আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনও যেতে পারিনি- এই দাবি যারা করছেন তারা জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, গরীব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল না। এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে হলে, এর জন্য এখনও বাংলাদেশ ততটা প্রস্তুত নয়। এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না।

এটায় অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই বলেও জানান তিনি।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিএনপি’র কার্যালয়ে ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সেখানে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্যও দোয়া করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page