22 Dec 2024, 05:16 pm

এক ঘন্টার জেলা পরিষদ প্রতিকি সচিব হলেন ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ফারিয়া

নিজস্ব প্রতিবেদকঃ

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি :  এক ঘন্টার জন্য জেলা পরিষদের প্রতিকি সচিব হলেন ফারিয়া মল্লিক । আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন । ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও ঝিনাইদহ জেলা পরিষদের যৌথ আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় । গার্লস টেকওভার বা নারীর ক্ষমতায়নে উদ্বুদ্ধ করতেই মূলত এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা ।

এক ঘন্টার জেলা পরিষদ প্রতিকি সচিব ফারিয়া মল্লিক জানান, আমি ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী । এনসিটিএফ এর ইয়েস গ্রুপের সদস্য । এ ধরনের আয়োজনের সাথে থাকতে পেরে খুবই আনন্দিত । রাষ্ট্রিয় এমন একটি গুরুত্বপূর্ণ চেয়ারে ১ ঘন্টার জন্য বসতে পেরে নিজেকে সৌবাগ্যবতী মনে করছি ।
তিনি আরো বলেন, আমি এই ১ঘন্টায় একজন অসহায় কিভাবে রাষ্ট্রিয় সাহায্য পায় তা জানলাম । তাছাড়া, রাষ্ট্রিয় অবকাঠামোগত যেসকল উন্নযন করা হয় তাও জানার সুযোগ হলো । এছাড়া, বিভিন্ন ধরনের দাপ্তরিক ফাইল দেখার সুযোগ হলো ।
তিনি বলেন, নারীরা পারে না এমন কিছু নেই । সবই পারে । নারী-পুরুষের বৈষম্য দূর হওয়া দরকার । রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনিও একজন নারী । আমরা যদি সুযোগ পাই তবে সবজায়গার সকল কাজই আমরা করতে পারি ।

ঝিনাইদহ এনসিটিএফ’র ভলান্টিয়ার ও সাউথইষ্ট বিশ্বাবিদ্যালয়ে পড়ুয়া তামান্না ইজাহান প্রেমা জানান, নারী পুরুষ যদি একসাথে কাজ না করে তবে দেশ পিছিয়ে যাবে প্রতিনিয়ত । তাই সকল ক্ষেত্র্রে নারীদের সমান সুযোগ দিতে হবে । সুযোগ যদি না পাই তবে তো যোগ্যতা প্রমানই হবে না । তাই বলবো, নারীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে ।

জেলা পরিষদের সচিব সেলিম রেজা জানান, খুবই সুন্দর একটি আয়োজন । পিছিয়ে পড়া নারীদের এগিয়ে আসতে অবশ্যই এ ধরনের অনুষ্ঠান থাকতে হবে । তবেই নারী ও পুরুষ সমানভাবে দেশকে এগিয়ে নেতে পারবে । এ ধরনের আয়োজনে একটি নারী হাতে কলমে রাষ্ট্রিয় সকল কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হলো । তিনি জানালেন, কিভাবে রাষ্ট্র তার কাজ করে মানুষের কল্যাণে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Visits Today: 5137
  • Total Visits: 1409683
  • Total Visitors: 4
  • Total Countries: 1675

আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
  • ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, বিকাল ৫:১৬

Archives

MonTueWedThuFriSatSun
      1
23242526272829
3031     
15161718192021
293031    
       
  12345
2728     
       
     12
3456789
10111213141516
17181920212223
31      
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       

https://youtu.be/dhqhRb9y018