অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্ত্রাসী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। আলজাজিরা টিভি নেটওয়ার্ক আফগানিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আজ (রোববার) সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে বোমা হামলা হয়েছে। ওই বোমা বিস্ফারণে ১০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে।
তালেবান সরকারের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। ওই এলাকায় কেবল ত্রাণ ও সামরিক বাহিনীর যান চলাচল করছে। আফগান মিডিয়াগুলো কাবুল বিমানবন্দর সড়কের কাছে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের পাশেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। সুত্রগুলো বিস্তারিত কিছু জানায় নি। কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠিও এখন পর্যন্ত ওই বোমা বিস্ফারণের দায়িত্ব স্বীকার করে নি।
সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের কাবুল, মাজার-ই-শরীফ এবং কুন্দুজের মসজিদসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। ওইসব বিস্ফোরণের বেশিরভাগের দায়িত্ব স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএস।
আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে এসব সন্ত্রাসী হামলার ঘটনা প্রমাণ করছে, অন্তর্বর্তী তালেবান সরকারের নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি প্রকৃত অবস্থার বিপরীত। তালেবান সরকার কাবুলসহ দেশের অন্যান্য শহরেও প্রয়োজনীয় নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে নি।
Leave a Reply