অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কায়রো আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসেন।
শনিবার (৪ জানুয়ারি) মিশরের রাজধানী কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা চার দিনব্যাপী কোরআন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিশ্বের ৫৮টি দেশের ১০৮ জন প্রতিযোগীর মধ্যে পরিপূর্ণ ৩০ পারা হেফজুল কোরআন (তাজভীদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের তানভির হোসাইন। প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে ঘানা ও মালদ্বীপ।
আট ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় উত্তীর্ণদের জন্য রয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার, যথাক্রমে ২৫০,০০০ ও ১৫০,০০০ এবং ১০০০০০ মিশরীয় পাউন্ড, যা টাকায় দাঁড়ায় (৮,৯৭,৭৭৫, ৫,৩৮,৬৬৫ ও ৫,০০,০০০ টাকা।
Leave a Reply