October 19, 2025, 10:30 pm
শিরোনামঃ
ভূমিসেবায় এসিল্যান্ডদের কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য নয় : ভূমি উপদেষ্টা তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না : ইসি আনোয়ারুল এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু ; হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান গাজীপুরের কালীগঞ্জে সিআইডি পরিচয়ে তরুণী অপহরণের চেষ্টা ; এক নারী গ্রেফতার কুড়িগ্রামে প্রায় দুই মণ গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে ইরানের আহ্বান
এইমাত্রপাওয়াঃ

কিছু পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক খবর ছাপানো হয় : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অব্যাহতভাবে দেশ এগিয়ে যাচ্ছে ও দারিদ্র্য কমছে। পাশাপাশি প্রতিটি মানুষের সমৃদ্ধি ও স্বচ্ছলতা এসেছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের এই অর্থনৈতিক সমৃদ্ধি অনেকের পছন্দ হয় না। সেজন্য দেখা যায়, কিছু কিছু পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক খবর প্রকাশ করা হয়। বিদেশ থেকে চিহ্নিত ব্যক্তি বিশেষ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এতে বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রাম নগরে দেওয়ানজী পুকুর পাড়ের বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কূটনীতিকদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো সমীচীন নয়। প্রয়োজনে কূটনীতিকদের আচরণ সম্পর্কিত ভিয়েনা কনভেনশন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। আমরা বাজেটের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে কারও দ্বারে দ্বারে ঘুরে বেড়াই না। আমাদের সাহায্য দেওয়ার জন্য তারা অর্থের ঝুলি নিয়ে আমাদের কাছে আসে। আমাদের খাটো করার সময় চলে গেছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকে করোনা মহামারি ও বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যেও দেশ যেভাবে এগিয়ে চলেছে, অর্থনৈতিক সমৃদ্ধি যেভাবে অব্যাহত আছে, এটি পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকা প্রশংসা করছে। সম্প্রতি ব্লুমবার্গ একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও করোনার মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কারণে শেখ হাসিনা চতুর্থ মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আপনাদের মনে আছে যখন বিশ্বব্যাংক পদ্মাসেতুতে অর্থায়ন করবে না বলে ঘোষণা দিয়েছিল, তখন কিছু বড় পত্রিকা বড় করে শিরোনাম করেছিল ‘পদ্মাসেতু আর হচ্ছে না’। কিন্তু বাংলাদেশে পদ্মাসেতু হয়েছে নিজেদের টাকায়। এগুলোর ব্যাপারে সাংবাদিক বন্ধুদের সতর্ক থাকতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকরা ভূমিকা রাখেন। গণমাধ্যম মানুষকে সঠিক তথ্য পেতে ও সঠিক চিন্তা করার ক্ষেত্রে সহায়তা করে। একইসঙ্গে মানুষকে বিশ্ব পরিস্থিতিও জানাতে সহায়তা করে।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে ও তা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ ও গণতন্ত্রের বিকাশ জড়িত। গণমাধ্যমের স্বাধীনতার নামে যদি আমরা কেউ অপসাংবাদিকতা করি তাহলে দেশের জনগণ ও সাংবাদিক সমাজ নিশ্চয়ই সেটিকে সমর্থন করেন না। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকতার নামে রাজনীতি করা সেটি সমীচীন নয়। এ বিষয়ে আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১২টি দেশের দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ভারতে কয়েকদিন ধরে বিবিসির কার্যালয়ে তল্লাশি করা হয়েছে। সেখানে কী এ ধরনের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ ও বিবৃতি সেখানে দিয়েছে? দেওয়া হয়নি। কারণ ভারত বড় দেশ ও ভারতের শক্তি-সামর্থ বেশি। সেজন্য সেখানে সেই সাহস দেখাতে পারেনি।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি, তারা জনগণের কাছে যায় না। তারা দ্বারে দ্বারে গিয়ে পদলেহন করে। আমি আশা করেছিলাম তারা দুস্থ মানুষের সঙ্গে ইফতার করবে। সেটি না করে তারা ফাইভ স্টার হোটেলে বসে কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছে। সেখানে গিয়ে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অনুনয়-বিনয় করেছে।

তিনি বলেন, আসলে দোষটা কূটনীতিকদের চেয়েও আমাদের অনেকের বেশি। কারণ আমরা গিয়ে তাদের হাতে-পায়ে ধরি একটু কিছু বলার জন্য ও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য। এটি আসলে দেশবিরোধী ও দেশের বিরেুদ্ধে ষড়যন্ত্রের শামিল।

এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জেলা উত্তর আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, জেলা দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page