November 27, 2025, 12:27 pm
শিরোনামঃ
মাচা পদ্ধতিতে গ্রীষ্মকালীন উচ্চ ফলনশীল টমেটো চাষে সফল জীবননগরের কৃষকরা  ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণ এখনও হামাসের হাতে : ইসরায়েলি গণমাধ্যম তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন ফিলিস্তিনি বন্দিদের ওপর পদ্ধতিগত নির্যাতনের মাত্রা বাড়িয়েছে ইসরাইল হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সেনা ; সন্দেহভাজন হামলাকারী আটক ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নতুন অভিযান শুরু শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মীর মৃত্যু ; আহত ২ ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে প্রয়োজন ৭০ বিলিয়ন ডলার ও কয়েক দশক : জাতিসংঘ ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে ইয়াবাসহ কলেজ শিক্ষক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইয়াবাসহ এক কলেজ শিক্ষককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৮ মে) রাতে উপজেলার কুরুষা-ফেরুষা গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। শুক্রবার (১৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান।

আটক শিক্ষক তৈয়ব আলী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা-ফেরুষা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে এবং বালাহাট আর্দশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে তৈয়ব আলীর মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর থেকে প্লাস্টিকের কাগজে মোড়ানো অবস্থায় থাকা ইয়াবাসহ তাকে আটক করে বালারহাট বিজিবি ক্যাম্পে সদস্যরা। শুক্রবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোর্পদ করে বিজিবি। আটক তৈয়ব আলী বালারহাট আর্দশ স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার বলেন, রাতে প্রভাষক তৈয়ব আলী ইয়াবাসহ বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছেন শুনেছি।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার মো. সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক আসামিকে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ইয়াবা ট্যাবলেটসহ এক শিক্ষককে আটক করেছে বিজিবি। বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করেছেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page