অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাউকে পবিত্র কুরআন অবমাননার সুযোগ দেওয়া হবে না বলে ঘোষণা করেছে ফিনল্যান্ডের পুলিশ। তারা এক বিবৃতিতে বলেছে, ফিনল্যান্ডের আইনে ধর্মীয় ইস্যুতে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অনুমতি নেই। এ ধরণের কর্মকাণ্ড এ দেশে শাস্তিযোগ্য অপরাধ।
পুলিশ আরও বলেছে, সবার সামনে ধর্মীয় পবিত্র গ্রন্থ অবমাননা বা পোড়ানো অপরাধ। ফিনল্যান্ডের আইন অনুযায়ী ধর্ম অবমাননা করা হলে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।
এদিকে, ফিনল্যান্ড সুইডেনকে ছাড়াই ন্যাটোর সদস্য হওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে পারে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো ইঙ্গিত দিয়েছেন। সরকারি মদদে পবিত্র কুরআন অবমাননার কারণে তুরস্ক সুইডেনকে ন্যাটোর সদস্য হতে দেবে না বলে খবর প্রকাশিত হওয়ার পর ফিনল্যান্ড এমন ইঙ্গিত দিয়েছে।
এক বিবৃতিতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেছেন, ”আমরা এখনো পরিস্থিতি খতিয়ে দেখছি। আমাদের দেখতে হবে, সুইডেনের আবেদন দীর্ঘ সময়ের জন্য আটকে যাচ্ছে কি না।”
তিনি আরও বলেছেন, “যৌথ আবেদনপত্র এখনো তাদের কাছে প্রথম বিকল্প। কিন্তু সুইডেনের আবেদনপত্র দীর্ঘ সময়ের জন্য আটকে গেলে তারা অন্য বিকল্পের কথা ভাববেন।”
তুরস্ক হচ্ছে ন্যাটোর সদস্য। ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর সদস্য হতে হলে তুরস্কসহ সব সদস্যের সমর্থন আদায় করতে হবে, অন্যথায় সদস্য হতে পারবে না।
Leave a Reply