অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ঐতিহাসিক ভাষণে তার নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় তিনি জাতীয় লক্ষ্য ও স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রেসিডেন্ট নির্বাচনের পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তার বিজয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছেন এরদোগান।
আঙ্কারায় প্রেসিডেন্ট ভবন প্রাঙ্গণে জড়ো হওয়া লাখ লাখ মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনে প্রকৃত বিজয়ী হচ্ছেন সাড়ে আট কোটি তুর্কি নাগরিক এবং তুর্কি গণতন্ত্র।
সমর্থকদের উদ্দেশে এরদোগান বলেন, আমরাই একমাত্র বিজয়ী নই, তুরস্কের বিজয় হয়েছে, আমাদের গণতন্ত্র বিজয়ী হয়েছে। আজ কেউ হারেনি। সবাই জিতেছে, দেশের ৮৫ মিলিয়ন মানুষ জিতেছে।
এদিকে, তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের (ওয়াইএসকে) চেয়ারম্যান এরদোগানের পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এরদোগান দ্বিতীয় দফার নির্বাচনে বিরোধী প্রার্থী কামাল কিলিচদারোগলুকে পরাজিত করে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
Leave a Reply