April 10, 2025, 3:25 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ট্রাম্পকে তলব : শেষ পর্যন্ত উঠতেই হচ্ছে কাঠগড়ায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ক্যাপিটল ভবনে হামলার বিষয়ে তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলব করা হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে এবং তা তদন্তের জন্য জানুয়ারি সিক্স কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়েছে।

কংগ্রেসের প্রতিনিধি পরিষদ সদস্যদের নিয়ে নয় সদস্যের এ কমিটি তাদের তদন্ত এবং শুনানির শেষ পর্যায়ে রয়েছে। এরইমধ্যে কমিটির নির্দেশনার প্রতি সম্মান না দেখানোর জন্য ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

ট্রাম্পকে কমিটিতে তলব করে যে চিঠি দেয়া হয়েছে তাতে লেখা হয়েছে যে, “এ পর্যন্ত আমরা যেসব শুনানি করেছি তাতে আমরা তথ্য-প্রমাণসহ নিশ্চিত হয়েছি যে, আপনার নিয়োগ করা সাবেক কয়েক ডজন কর্মকর্তা এবং আপনি ব্যক্তিগতভাবে ২০২০ সালের নির্বাচনের ফলাফল বদলে দেয়ার নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করেছেন।” গতকাল শুক্রবার ট্রাম্পকে এই চিঠি পাঠানো হয়।

মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের হামলা

এর আটদিন আগে জানুয়ারি সিক্স কমিটিতে ট্রাম্পকে তলব করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটি জানিয়েছে, ট্রাম্পকে পাঠানো চিঠিতে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেয়ার জন্য আগামী ৪ নভেম্বর সময়সীমা বেধে দেয়া হয়েছে। এই সময়ে মধ্যে এসব তথ্যপ্রমাণ জমা দিতে হবে। এছাড়া, কমিটিতে ১৪ নভেম্বরের মধ্যে ট্রাম্পকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

চিঠিতে সুস্পষ্ট করে বলা হয়েছে, “আপনি হচ্ছেন আমেরিকার ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি নির্বাচনের ফলাফল বদলে দেয়া এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন যার চূড়ান্ত ফল হিসেবে ক্যাপিটল হিলে হামলা এবং প্রাণঘাতী সহিংসতার ঘটনা ঘটে।  ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্তে গঠিত হাউয সিলেক্ট কমিটিতে সাতজন ডেমোক্র্যাট এবং দুইজন রিপাবলিকান প্রতিনিধি পরিষদ সদস্য রয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page