21 Nov 2024, 02:47 pm

খাগড়াছড়িতে বন্যা দুূর্গতদের মধ্যে পুলিশের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পাহাড়ি ঢল ও বন্যায় বিপর্যস্ত খাগড়াছড়ি জেলার  বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ ।
আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলার গঞ্জপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের  মধ্যে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিস্কুট, মুড়ি, বিশুদ্ধ পানি, লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলেদেন খাগড়াছড়ির পুলিশ সুপার  মুক্তা ধর ।
এসময় পুলিশ সুপার বলেন  বলেন, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি কারণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবারের লোকজন এখনো অসহায়ভাবে দিনাতিপাত করছেন। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তফিকুল আলম, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত  ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *