January 28, 2026, 1:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

খুলনায় গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার আফিলগেট বাইপাস সড়কে গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষে হেলপার আফজাল শেখ (৬১) নিহত হয়েছেন। সোমবার (৮ মে) ভোরে নগরীর খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল শেখ গোপালগঞ্জের মৃত মুনসুর আলীর ছেলে। এ ঘটনায় তার ভাই চালক নুর ইসলাম শেখ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে তিনজন গেটম্যানের কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, আজ ভোর ৫টার দিকে আফিলগেট বাইপাস সড়কে চিলাহাটী থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে মুরগি বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। ট্রেনের ইঞ্জিন পিকআপটিকে বেশখানিক দূরে টেনে নিয়ে যায়। ফলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ থেকে হেলপার আফজাল শেখ ও চালক নুর ইসলাম শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে আফজাল শেখ মারা গেছেন। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর গেটম্যানকে পাওয়া যায়নি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page