April 6, 2025, 10:32 am
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

গত ৮ মাসে ২৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ২৫ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পঠিয়েছে কুয়েত সরকার। অর্থাৎ দৈনিক গড়ে ১০৮ প্রবাসীকে কুয়েত থেকে নিজ দেশে ফিরে আসতে হয়েছে। মূলত আবাসিক ও শ্রমিক আইন লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের নির্দেশনার পর অভিযান চালাচ্ছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের হাত থেকে জাতীকে রক্ষ করার লক্ষ্যেই এই অভিযান বলেও জানানো হয়েছে।

ফেরত পাঠানোদের মধ্যে ১০ হাজার নারীও রয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কিছু আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। নির্বাসনের অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও বিতরণ, ভিক্ষা করা ও দেশটির জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজ করা।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের প্রতিশ্রুতির প্রতি জোর দিয়ে জানিয়েছেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এই কর্মকর্তা জানান, ২০২৩ সালের শেষের দিকে এসে ফেরত পাঠানো প্রবসীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে যাবে।

নিরাপত্তা বজায় রাখা, জনসংখ্যার ভারসাম্য এবং অনিয়মিত কর্মসংস্থান দূর কতে শেখ তালাল আল খালেদের নির্দেশনার পর থেকেই দেশটিতে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: গাল্ফ নিউজ

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page