January 26, 2026, 1:26 pm
শিরোনামঃ
ফিলিপাইনে ৩৫০ যাত্রী নিয়ে ফেরি ডুবি ; ১৫ জনেরর মৃতদেহ উদ্ধার চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে কানাডার ওপর পূর্ণ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র দিল্লীতে শেখ হাসিনার অডিও ভাষণকে কীভাবে দেখছে বাংলাদেশ ? জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে আমাদের গভীর আবেগের সম্পর্ক রয়েছে : তারেক রহমান প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি ভোট বাক্সে হাত দিতে এলে প্রতিহত করা হবে : জামায়াতের আমীর নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ করা যাবে না : ইসি রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দুদকের মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮কর্মকর্তা-কর্মচারী কারাগারে
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় এক মাসে ৩ জনকে গলাকেটে হত্যা ; বিচারের দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক মাসের ব্যবধানে গাইবান্ধা সদর ও সাদুল্লাপুরে অটো চালক রাজু মিয়া ও আব্দুল মজিদ মিয়াসহ সুরুত আলী নামে এক কৃষককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই তিন হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১ মার্চ) দুপুরে সাদুল্লাপুর-গাইবান্ধা সড়কের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে নিহতদের পরিবারের স্বজনসহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে তারা একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি সকালে রেল লাইনের পাশ থেকে অটো চালক রাজু মিয়া ও ২৮ জানুয়ারি বাঁধের পাশ থেকে কৃষক সুরুত আলীর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গত বছরের ৭ ফেব্রুয়ারি আব্দুল মজিদ মিয়া নামে অটো চালকের লাশ উদ্ধার হয় ধাপেরহাট মহাসড়কের পাশ থেকে। মূলত অজ্ঞাত সংঘবদ্ধ দুর্বৃত্তরা অটোবাইক ছিনতাইয়ের পর দুই চালককে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। তবে কৃষক সুরুত আলীকে কী কারণে কিংবা কোন বিরোধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা এখনও অজানা।

বক্তাদের অভিযোগ, দুই চালকসহ তিন জনকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা হলেও পুলিশ জড়িতদের গ্রেফতার করতে পারেনি। এমনকি ছিনতাই হওয়া অটোবাইক উদ্ধার কিংবা হত্যাকাণ্ডের রহস্যও উন্মোচন হয়নি। এতে পুলিশের তদন্তের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সঙ্গে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি প্রণব চৌধুরী, সাদুল্লাপুর উপজেলার সভাপতি কমরেড মকলেছুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড কামরুল ইসলাম, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল মণ্ডল, ওয়ার্কার্স পার্টির নেতা রিপন বর্মন। এ ছাড়া বক্তব্য রাখেন, হত্যার শিকার অটোচালক রাজু মিয়ার মা রাবেয়া বেগম ও ভাই আজিজার রহমানসহ স্বজনরা।

এদিকে, অটোচালক রাজু মিয়া হত্যায় জড়িত ফ্যাকা চন্দ্র বর্মণ নামে একজনকে গ্রেফতার ও তার দেওয়া তথ্যে অটোবাইক উদ্ধারের কথা জানিয়েছেন সদর থানার (ওসি) মো. মাসুদুর রহমান। এ ছাড়া অপর অটোচালক আব্দুল মজিদ মিয়া ও কৃষক সুরুত আলী হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান সাদুল্লাপুর থানার (ওসি) প্রদীপ কুমার রায়।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি বিকালে সাদুল্লাপুরের পুরাণ লক্ষ্মীপুর গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ সুরুত আলী বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। পরদিন সকালে বাড়ির অদূরে বাঁধের পাশের জমি থেকে তার গলা কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর গত ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে অটোবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন সাদুল্লাপুরের ভাঙামোড় চাঁন্দের বাজারের রাজু মিয়া (২০) নামে এক যুবক। পরদিন সকালে সদর উপজেলার কুপতলার রামপ্রসাদ এলাকার রেল লাইনের পাশ থেকে রাজুর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া গত বছরের গত ৭ ফেব্রুয়ারি সকালে রংপুর মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার একবারপুর এলাকা থেকে আব্দুল মজিদ নামে অটো চালকের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page