অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “হামাসের ৭ অক্টোবরের অভিযানকে কেন্দ্র করে কোনমতেই ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণকে সম্মিলিত শাস্তি দিতে পারে না। গাজার ওপর ইসরাইল যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
গতকাল দোহা ফোরামে ভার্চুয়ালি যোগ দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। গাজার সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
রাশিয়ার শীর্ষ কূটনীতিক একথাও বলেন যে, ইসরাইলের অভ্যন্তরে হামাস এমনি এমনি নজিরবিহীন এই অভিযান চালায় নি, বরং তারা এই হামলা চালিয়েছে দশকের পর দশক অবরুদ্ধ থাকা এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আশ্বাস পূরণ না হওয়ার ক্ষোভ থেকে এই অভিযান চালানো হয়েছে। এছাড়া ইসরাইলের পাশাপাশি বসবাস করে তারা শুধু নিরাপত্তাহীনতা পেয়েছে, কখনো ইসরাইলের কাছ থেকে সৎপ্রতিবেশীসুলভ আচরণ পায়নি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চলমান গাজা যুদ্ধে আরেকটি প্রবণতা দেখা যাচ্ছে যে, আন্তর্জাতিক অঙ্গনে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও সেলিব্রেটি যারা অতীতে কখনো যা ভাবেনি তারা এখন তাই গ্রহণযোগ্য বলে মনে করছেন।
গত ৭ অক্টোবর হামাস ইসরাইলের ভেতরে অভিযান চালানোর পর ইহুদিবাদী ইসরাইল গাজা দখল এবং হামাসকে নির্মূল করার নামে দুই মাসের বেশি সময় ধরে গাজার ওপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি শহীদ এবং ৪৯ হাজার ৫০০ মানুষ আহত হয়েছেন।
Leave a Reply