অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ফিলিস্তিনিদের হটানোর পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের কথা জানিয়েছে। ট্রাম্পের এসব পরিকল্পনার প্রশংসা করেছেন ইসরায়েলি কসাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেয়ানিয়াহু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি। তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন।
নেতানিয়াহু বলেছেন, আমি বোঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা? তারা (ফিলিস্তিনি) গাজা থেকে সরে যেতে পারে, তারা ফিরেও আসতে পারে। কিন্তু গাজাকে পুননির্মাণ করতে হবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান যে তার বিশ্বাস হয়না ট্রাম্প গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন সেনাদের পাঠাবেন। গত ২৫ জানুয়ারি থেকে ট্রাম্প বারবার বলছেন, মিশর, জর্ডানের মতো আরব দেশগুলোর উচিত গাজা থেকে ফিলিস্তিনিদের নেওয়া। তবে ট্রাম্পের এই পরামর্শ প্রত্যাখ্যান করেছেন আরব ও ফিলিস্তিনের নেতারা।
গত ১৫ মাস যুদ্ধের পর ১৯ জানুয়ারি থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে এই যুদ্ধবিরতি কতদিন টিকবে তানিয়ে স্বয়ং ট্রাম্প সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি নিয়ে আমার আত্মবিশ্বাস নেই।
Leave a Reply