November 23, 2025, 12:20 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে লাল গালিচা সংবর্ধনা প্রদান ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা প্রকাশ ‘পিআর’ বা ‘গণভোট’ কী তা দেশের মানুষ বোঝে না : বিএনপি মহাসচিব ভূমিকম্প আরও ১০ সেকেন্ড স্থায়ী হলে ঢাকাতে বিপর্যয় নেমে আসতো : রাজউক চেয়ারম্যান ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছে দেশের ৭ কোটিরও বেশি মানুষ ভূমিকম্পে সারাদেশে নিহতের সংখ্যা ১০ ; আহত ৬ শতাধিক ; ঢাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত জামায়াত সরকার গঠন করলে ‘বিষ’ খাবেন বিএনপি নেতা ফজলুর রহমান ঝিনাইদহে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

গুগলের বিজ্ঞাপন ব্যবসার আধিপত্য ভাঙতে আদালতের দ্বারস্থ মার্কিন সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেওয়ার নির্দেশ দিতে ফেডারেল বিচারকের কাছে আবেদন জানিয়েছে মার্কিন সরকার। সরকারি আইনজীবীদের যুক্তি, তাদের ব্যবসায়িক পদ্ধতি বদলানোর জন্য টেক জায়ান্টটির দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস করা যায় না।

শুক্রবার আদালতে এই আবেদন করা হয় বলে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

গুগলের অ্যাড টেক ‘স্ট্যাক’ (যেসব টুলের মাধ্যমে ওয়েবসাইট পাবলিশাররা বিজ্ঞাপন বিক্রি করে এবং বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন কেনেন) নিয়ে দায়ের করা একটি মামলায় সরকারি আইনজীবীরা তাদের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এ বছর গুগলের জন্য এটি দ্বিতীয় প্রধান অ্যান্টিট্রাস্ট (একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে) আইনি পরীক্ষা।

এর আগে সেপ্টেম্বরে, ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই টেক জায়ান্টের বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিন ব্যবসা ভেঙে দেওয়ার একই রকম দাবি খারিজ করে দিয়েছিলেন বিচার বিভাগ (ডিওজে)’র এক বিচারক।

অ্যাপল, অ্যামাজন ও মেটাসহ অন্যান্য বড় টেক কোম্পানিগুলোর বাজারে একচেটিয়া আধিপত্য কমানোর জন্য মার্কিন সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই মামলাগুলো।

এখন পর্যন্ত এসব মামলার ফলাফল মিশ্র। চলতি সপ্তাহে আরেক বিচারক মেটার সামাজিক যোগাযোগমাধ্যম সাম্রাজ্যের বিরুদ্ধে সরকারের মামলা খারিজ করেছেন।

শুক্রবার যুক্তিতর্কের আগে দাখিল করা এক নথিতে বিচার বিভাগ (ডিওজে) ও একাধিক মার্কিন অঙ্গরাজ্য অভিযোগ তোলে, গুগল দুটি আন্তঃসংযুক্ত বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে বেআইনিভাবে একচেটিয়া অবস্থান দখল করেছে।

তাদের দাবি, গুগল এক দশক ধরে নানা রকম বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সরকারের মামলায় বলা হয়েছে, গুগল একই সঙ্গে বিজ্ঞাপন বাজারের একাধিক দিক নিয়ন্ত্রণ করছে। প্রকাশকদের বিজ্ঞাপন বিক্রির প্ল্যাটফর্ম, লেনদেনের এক্সচেঞ্জ এবং বিপুল বিজ্ঞাপনদাতার চাহিদা সবই তাদের দখলে।

ডিওজে জানিয়েছে, গুগল একসময় এই ব্যবস্থাকে তুলনা করেছিল গোল্ডম্যান স্যাকস এর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের মালিক হওয়ার সঙ্গে।

সহকারী অ্যাটর্নি জেনারেল গেইল স্লেটার এক্স-এ পোস্টে লিখেছেন, ‘আমরা সমস্যার সমাধান করতে এসেছি। আমরা বলব, গুগলের একচেটিয়া আধিপত্য ভেঙে দেয়াটাই সেরা সমাধান। এতে নতুন প্রতিযোগী তৈরি হবে।’

গুগল পাল্টা যুক্তি দিয়ে বলেছে, প্রস্তাবিত পদক্ষেপ চরম সরকারি হস্তক্ষেপ। এতে প্রকাশক, বিজ্ঞাপনদাতা ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। কোম্পানির দাবি, তাদের সমন্বিত বিজ্ঞাপন টুলগুলো দক্ষতা ও উদ্ভাবন বাড়ায়। আর এসব সেবা ভেঙে ফেলা প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব।

এ বছর মামলার দায়ভার সংক্রান্ত প্রাথমিক রায়ে ফেডারেল বিচারক লিওনি ব্রিঙ্কেমা জানান, গুগল ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জ উভয় বাজারেই একচেটিয়া ক্ষমতা দখল করেছে। এর পরই চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হয়।

প্রসিকিউটররা এখন ব্যাপক পদক্ষেপ চাইছেন। এর মধ্যে রয়েছে গুগলের অ্যাডএক্স এক্সচেঞ্জ বিক্রি করতে বাধ্য করা এবং গুরুত্বপূর্ণ নিলাম প্রযুক্তি ওপেন-সোর্স (উন্মুক্ত) করে দেওয়া।

আমেরিকান ইকোনমিক লিবার্টিজ প্রজেক্টের লরেল কিলগোরের মতে, বিচারক ব্রিঙ্কেমা উদ্বেগ প্রকাশ করেছেন যে তার সিদ্ধান্তটি পরে বাতিল হতে পারে। কারণ, গুগল নিশ্চিতভাবেই আপিল করবে, ফলে এই প্রক্রিয়াটি বছরের পর বছর ধরে চলতে থাকবে।

১১ দিনের এই বিচারে ১৯ জন সাক্ষী এবং সাতজন বিশেষজ্ঞের সাক্ষ্য নেওয়া হয়েছে।

সার্চ ইঞ্জিন মামলায় বিচারক বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর উত্থান গুগলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার কারণ।

তবে অ্যাড টেক মামলায় ডিওজে আইনজীবীরা বিপরীত যুক্তি দিয়ে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অগ্রগতি গুগলের আধিপত্যকে চ্যালেঞ্জ করার বদলে আরও বেশি সুপ্রতিষ্ঠিত করবে।

এই মামলার চূড়ান্ত রায় আগামী কয়েকমাসের মধ্যে দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page