অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি টিম সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান চালিয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার সোনিয়ার নেতৃত্বে তিন সদস্যের এই টিম তাদের প্রচারাভিযান শুরু করে।
এরপর তারা সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় ও পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের উপর প্রচারাভিযান চালায়।
এ সময় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষক মতিয়ার হোসেন, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.এম বাবুল হোসেন, পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী, মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরমিন জাহান মুন্নিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply