অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ৫টি গাড়ির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। ঢাকামুখী লেনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রথমে একটি পিকাপের পেছনে বড় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এর পেছনে ইমাত পরিবহণের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গাড়ি ধীর গতি সৃষ্ট হয়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে এই ৫টি যান দুর্ঘটনায় কবলিত হলে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়। সৃষ্টি হয় যানজট। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এসে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৫টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছে। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছে।
হাসাড়া হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকটি পালিয়ে যায়। বাকি চারটি যান উদ্ধারের কাজ চলছে।
Leave a Reply