অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গ্রামের বাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২নং খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
সকালে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট জুনিয়র চেম্বার অব কমার্সের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। দুপুরে পরিবারের সঙ্গে বাড়ির ভেতরে অবস্থানরত অবস্থায় হঠাৎ দুর্বৃত্তরা তার বাড়িতে পরপর ৪-৫টি ককটেল নিক্ষেপ করে।
এ বিষয়ে এলিট বলেন, ‘সোমবার সকালে জুনিয়র চেম্বার চট্টগ্রামের উদ্যোগে মিরসরাইয়ে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি ছিল। বিতরণ অনুষ্ঠান শেষ হতে না হতেই স্থানীয় সন্ত্রাসীরা এসে বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সবাই এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি জননেত্রী শেখ হাসিনা, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী এলাকায় মানবতার সেবা করে যাচ্ছি। কিন্তু সাংসদের অনুসারীরা আমাকে থামিয়ে দিতে চায়। তাদের ইশারায় সন্ত্রাসীরা আমার বাড়িতে এই হামলা চালিয়েছে।’
এ হামলায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেন যুবলীগ নেতা এলিট।
তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ করিম বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার পর বিজয় উদযাপন করে অনেক রাতে ঘুমিয়েছিলাম। দুপুর আড়াইটার দিকে ঘুম থেকে উঠেছি। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের কাছ থেকেই ঘটনাটি শুনলাম।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর করিব চৌধুরী বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার বিষয় মাত্র জানলাম। যতটুকু জেনেছি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার বাড়িতে কেউ থাকে না। তাহলে কেন মানুষ হামলা করতে যাবে। কেউ নিজে হামলা করে অন্যের ওপর দায় চাপালে সেটি তার জন্য ভালো হবে না।’
Leave a Reply