অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রবিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় অভিযোগে বলা হয়, গত শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার স্ত্রী ইউপি সদস্য রবিনের কার্যালয়ের সামনে দিয়ে কর্মস্থলে যাওয়ার পথে গতিরোধ করে রবিন ও তার দুই সহযোগী। পরে জোর করে তুলে নিয়ে রবিন তার কার্যালয়ে আটকে রাখে। বিষয়টি তাকে স্ত্রী মোবাইলে জানালে তিনি সেখানে যান। এ সময় রবিন তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তার স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দেয় । তিনি স্ত্রীর স্বর্ণের কানের দুল দুটি নিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তাকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে রবিন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে। ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য রবিনকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।
Leave a Reply