অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে বিভিন্ন রোগে আক্রান্ত ৯০ জনকে ৪৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর সার্কিট হাউজে জেলা সমাজসেবা কার্যালয় চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৯০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।
বক্তারা বলেন, প্রতিবছর দেশে প্রায় তিন লাখ লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় মৃত্যুবরণ করেন। একইভাবে প্রতি বছরই এসব রোগে তিন লক্ষাধিক লোক আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। বর্তমান সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সব অসহায় গরীব রোগীদেরকে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করছে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।
Leave a Reply