অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা চালক সাব্বির হোসেন (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও চালকের ব্যবহৃত মোবাইল ফোন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তার আসামিরা হলেন—চাঁদপুর সদরের তরপুরচণ্ডী এলাকার জহির বাবলা (৪৫), মতলব দক্ষিণ উপজেলার আনিছুর রহমান (২৫), একই উপজেলার রাজু বেপারী (২৫), মো. রাকিব (২৩), আমির হোসেন হানজালা (২৫), নরসিংদীর পলাশ থানার চরসিন্দুরের কবির হোসেন (৩৫) এবং দিনাজপুরের কোতয়াালী থানার মতুল্লাপুর এলাকার হামিদুর রহমান (৪১)।
পুলিশ সুপার জানান, কচুয়া পালাখাল ইউনিয়নের ভুঁইয়ারা গ্রামের অটোরিকশা চালক সাব্বির হোসেন গত ২৪ জানুয়ারি বিকালে অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় চালকের মা জাহানারা বেগম ২৬ জানুয়ারি কচুয়া থানায় হত্যা মামলা করেন।