অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরে বাসা ভাড়া খোঁজার নামে একজনের বাসায় ঢুকে স্টিলের আলমিরা থেকে চুরির ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে পুলিশ আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা কাবিনে এক যুবককে বিয়ে করতে বাধ্য করায় ওই যুবক বিষ পান করে এখন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে।
সব অভিযোগকে সামনে রেখে ৪ দিনের প্রচেষ্টার পর সিসিটিভির ফুটেজ দেখে তাকে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক সুমন দেবনাথ শুক্রবার রাতে শহরের একটি বাসা থেকে এ চোর ও প্রতারককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
এ প্রতারক নারী দীর্ঘদিন যাবত শহরে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে প্রতারণা করে যাচ্ছে। তিনি শহরের একাধিক যুবককে প্রেমের জালে ফেলে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বিয়ের নামে মোটা অংকের ভুয়া কাবিন নামা বানিয়ে প্রতারণা করে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে বলে ও তার বিরুদ্বে একাধিক অভিযোগ উঠেছে।
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় বাসা ভাড়ার নাম করে আরিফ মঞ্জিলের মালিক কবির হোসেন বরকন্দাজের বাসার ভেতরে প্রবেশ করে তার স্ত্রীর আড়াই ভরি ওজনের দুইটি হাতের বালা ও নগদ ১২ লাখ টাকা চুরি করে নিয়ে যায় এ প্রতারক অনামিকা। পরে সিসি টিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে আটক করে নিয়ে আসে চাঁদপুর মডেল থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের ওয়্যারলেস বাজার এলাকায় গত ৪ ডিসেম্বর এ নারী বাসা ভাড়ার কথা বলে কবির হোসেন বরকন্দাজের বাসায় যায় এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলে প্রতারক চোর চক্রের সদস্য অনমিকা বাড়ির অবস্থান দেখে আসেন।
তারই ধারাবাহিকতায় গত ২০ ডিসেম্বর দুপুরে পুনরায় সেই বাসায় যান অনামিকা। তখন বাড়ির গৃহকর্ত্রী সেই মুহূর্তে রুমে না থাকায় দুর্ধর্ষ চোর অনামিকা সুযোগ বুঝে বাসায় প্রবেশ করে তার আলমিরার চাবি পাশের ওয়ারড্রপে থাকতে দেখে সে চাবি নিয়ে স্টিলের আলমিরা খুলে দুটি আড়াই ভরি ওজনের হাতের বালা ও নগদ প্রায় ১২ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে বাড়ির মালিক বিষয়টি মডেল থানা পুলিশকে অবহিত করলে এসআই সুম দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে নারী চোরকে দীর্ঘ ৪দিন পর আটক করতে সক্ষম হন।
খোঁজ নিয়ে জানা গেছে, এ ফিল্মি স্টাইলের পোশাক পরিধান করা এক নারী চোর চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের বাবুর্চির মেয়ে অনামিকা হিরা। তিনি ইতোপূর্বে বিভিন্ন স্থানে আরো একাধিক চুরির ঘটনা ঘটিয়েছেন- এমন অভিযোগ তার বিরুদ্বে অনেকে করেছেন পুলিশের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও অনেকে দিয়েছেন। স্থানীয় অনেকেই ধারণা করছেন তার সঙ্গে একটি বড় ধরনের সংঘবদ্ধ প্রতারক চোর চক্র জড়িত রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, প্রতারণা ও চুরি করা এ নারীকে আমরা অভিযোগ পাওয়ার পর ব্যাপক চেষ্টা চালিয়ে আটক করেছি। তার বিরুদ্বে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply