অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন’ এই প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন ও জেলা সমাজকল্যাণ কমিটির সভাপতি মুন্সি আলমগীর হান্নান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ।
পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় ১৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
Leave a Reply