January 28, 2026, 4:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণের বারসহ আটক ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে ডিবি সদস্যরা।

শুক্রবার (১২ মে) রাত ৮টার দিকে শাহাপুর-রায়পুর সড়কের শাহাপুর গ্রামে এক অভিযানে স্বর্ণ উদ্ধার ও আটকের ঘটনাটি ঘটে। এ সময় আটক দুই স্বর্ণ চোরাচালানী আহত হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

আটককৃতরা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের ঘুগরাগাছী গ্রামের মরহুম আব্দুল কাদের খানের ছেলে আনসার বাহিনীর সদস্য মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), বাড়ান্দী গ্রামের মরহুম আব্দুল আজিজ খানের ছেলে শাহাবুদ্দিন খান (৩৬) ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ঘুগরাগাছী গ্রামের হাশেম খানের ছেলে আছির উদ্দিন (৪২)।

সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এদিন রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লবিতে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, জীবননগর উপজেলার রায়পুর-শাহাপুর সড়ক দিয়ে স্বর্ণের একটি অবৈধ চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদে চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে একদল ডিবি সদস্য অভিযানে নামে।

রাত ৮টার দিকে দলটি শাহাপুর গ্রামে অভিযানে যায়। এসময় সন্দেহভাজন দুই জনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তারা ডিবির দুইসদস্যের ওপর হামলা করার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে দুই চোরাচালানীর হাতে থাকা ধারালো অস্ত্রাঘাতে তারা আহত হয়। এসময় ডিবি সদস্যরা একটি প্যাকেটসহ তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। সেখান থেকে তাদের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

তাদের কাছে প্যাকেটে মোড়ানো ৪টি স্বর্ণেরবার পাওয়া যায়। যার ওজন ১৫৯ ভরি বা ১ কেজি ৮০০ গ্রাম। বর্তমান যার বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।

এ সময় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকির সুলতানার সঙ্গে জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধাসহ পুলিশ ও ডিবির সদস্যগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page