May 10, 2025, 11:44 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

জয়পুরহাটে মৈত্রী ফুটবল ম্যাচ খেলতে বিএসএফের প্রতিনিধি দল বাংলাদেশে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া মৈত্রী ফুটবল ম্যাচ খেলতে ৪৬ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অজয় সিংয়ের নেতৃত্বে বিএসএফের খেলোয়াড়সহ কর্মকর্তারা বাংলাদেশে প্রবেশে করেন।

ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্নেল জাকারিয়া তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এসময় উত্তর পশ্চিম রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিনসহ হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া, ইমিগ্রেশন ওসি বাদিউজ্জামানসহ উভয় দেশের বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার বিকেল ৩টায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে বিজিবি ও বিএসএফের মধ্যে এই মৈত্রী ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে।

বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্নেল জাকারিয়া বলেন, এই খেলার মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সীমান্তে কাজ করা আরও সহজ হবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page