অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বুধবারের ওই হত্যাকাণ্ডে অন্তত ১১ ফিলিস্তিনি শহীদ ও অপর ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরাইলি সেনাদের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ধরনের হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি ঠেকানোর জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বর্বরতা ও পাশবিকতাকে ‘অগ্রহণোগ্য’ উল্লেখ করে বলেছেন, মানবাধিকারের কথিত রক্ষক দেশগুলোসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ও নিষ্ক্রিয়তার কারণে এভাবে ফিলিস্তিনি জনগণকে হত্যা করে যাচ্ছে ইসরাইল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দখলদার ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।
বর্বর ইসরাইলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীরে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ১১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গতকাল (বুধবার) পশ্চিম তীরের উত্তর অংশে অবস্থিত নাবলুস শহরে ইসরাইলি সেনা অভিযানে এসব ফিলিস্তিনি শহীদ হন। নিহতদের মধ্যে ৭২ বছর বয়সি এক বৃদ্ধি এবং ১৪ বছর বয়সি এক শিশু রয়েছে।
এছাড়াও নিহত হয়েছেন ইসলামি জিহাদ আন্দোলনের দু’জন কমান্ডার। ইসলামি জিহাদ আন্দোলনের সদরদপ্তর গাজা উপত্যকায় অবস্থিত। ইহুদিবাদী সেনাদের এই নৃশংস হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১০০ ফিলিস্তিনি যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহত ফিলিস্তিনি বৃদ্ধের ছেলে বলেছেন, তার বাবা নিজের দোকান থেকে বাজারে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বুধবারই নাবলুস শহরে শহীদ ফিলিস্তিনিদের গণদাফন সম্পন্ন হয়েছে।
Leave a Reply