অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানি গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নাদিমের পরিবারের অভিযোগ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর এ হামলা চালিয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও নাদিমের সহকর্মীরা জানায়, পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় নাদিম অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় তারা। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাদিমের স্ত্রী মনিরা বেগম জানান, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের লোকজনরা নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত, আমার বাবার ওপর হামলাকারী চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুর নির্দেশে তার ক্যাডার বাহিনী বেদড়ক মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে নেয়ার পর রাত ২টার দিকে কয়েকবার বমি করেছেন। এখনো জ্ঞান ফিরেনি।
জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক এস এম শহিদুর রহমান বলেন, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মক ইনজুরি। রোগীর অবস্থা অত্যন্ত ক্রেটিক্যাল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। রোগী ঝুঁকি মুক্ত নন। পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে নাদিম অচেতন থাকায় হামলাকারীদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে জানায় ওসি।
Leave a Reply