স্টাফ রিপোর্টার : “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”এই পতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৬৬টি পরিবারের মাঝে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ঘর ও জমির দলিল প্রদান করা হয়েছে।
৯ আগষ্ট বুধবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঘরের চাবি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা, উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহারিয়ার আকাশ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হালদার নান্টু, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মাষ্টার, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ।
Leave a Reply