স্টাফ রিপোর্টার : যৌতুকের দাবিতে নিজ স্ত্রী এক সন্তানের জননী লিজা খাতুনকে (২২) পিটিয়ে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখে মৃত্যুর পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে স্বামীসহ তার পরিবারের স্বজনরা। এমন অভিযোগ করেছেন নিহত লিজা খাতুনের পিতা হারুন আর রশিদ।
এ ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে।
থানা পুলিশ রোববার রাতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত লিজা খাতুনের লাশ উদ্ধার করে আজ ১৭ জুলাই সোমবার সকালে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে।
নিহত লিজা খাতুনের পিতা হারুন আর রশিদ জানান, তিন বছর পুর্বে আমার মেয়েকে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিকুর রহমান আশিকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের টাকার দাবিতে আশিক আমার মেয়েকে মারপিট করে আসছিলো। তাদের ঘরে ১৬ মাস বয়সের একটি ছেলে রয়েছে।
তিনি আরো জানান, রোববার বিকালে আশিক যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে মারপিট করে গলাই ফাঁস দিয়ে ঘরের আড়াই ঝুলিয়ে রেখে মৃত্যুর পর হাসপাতালে নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এস আই রেজাউল ইসলাম জানান, লাশের শরীরে যা দেখেছি আর যা পেয়েছে ময়না তদন্তের রিপোট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা। তবে নিহত লিজার স্বামী আশিক একজন মাদক ব্যবসায়ী। তার নামে কয়েকটি মাদকের মামলাও রয়েছে।
Leave a Reply