স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবরিন মুজাইন নাবিলা।
আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম।
এর পুর্বে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়।
Leave a Reply