স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রী চাঁদনী খাতুনকে (২০) নির্যাতনে পর হত্যা করার অভিযোগে স্বামী মশিয়ার রহমানকে (৩৫) আটক করেছে পুলিশ।
গত ১০ ডিসেম্বর রবিবার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
নিহতের পিতা শাহজাহান আলী জানান, গত ১ বছর পুর্বে গুরদাহ গ্রামের বিশারত মেম্বারের ছেলে মশিয়ার রহমানের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তার মেয়েকে শারীরিক নির্যাতন করতো তার স্বামী। এক পর্যায়ে ২ লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকের কিনে দিলেও মেয়ের উপর নির্যাতন থামেনি।
গত কয়েকদিন আগে মোটরসাইকেলটি বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। সোমবার রাতে চাঁদনীকে নির্যাতন করার এক পর্যায়ে তার মৃত্যু হয়। পরে তার স্বামী আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করে।
মেয়ের পিতা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করলে রাতে পুলিশ নিহত চাঁদনী খাতুনের লাশ উদ্ধারসহ ঘাতক স্বামী মশিয়ার রহমানকে আটক করে।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় ।
পরবর্তে নিহতের লাশ পিতার বাড়িতে দাফন করা হয়।
Leave a Reply