স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু রোধে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে।
১৮ জানুয়ারী শনিবার ঝিনােইদহ বিআরটিএ ও মহেশপুর থানা পুলিশের সহযোগীতায় মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা মহেশপুর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় মটর সাইকেল চালকদের কাছে লাইসেন্স ও মাথায় হেলমেট না থাকায় শহরের কলেজ স্ট্যান্ডসহ তিটি পয়েন্টে ১৫ টি মামলায় মোট ১৫ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোট পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বলেন, মহেশপুর উপজেলায় ইদানিং মটর সাইকেল দুর্ঘটনা বেড়ে গিয়েছ, ফলে দুর্ঘটনা রোধ করতে ও জনগণকে সচেতন করতে মোবাইল কোট পরিচালনা করা হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। ফলে নিয়ম মেনে মটর সাইকেল চালনার জন্য চালকদের প্রতি তিনি আহ্বান জানান।
মহেশপুরের সড়কে ঘনঘন মৃত্যু ঠেকাতে প্রশাসনের এ মহতি উদ্যোগকে মটর সাইকেল চালক ও স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছে।
Leave a Reply