স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি অনুমতি ছাড়াই প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব।
মহেশপুর উপজেলার পৌর এলাকাসহ ১২টি ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন সিন্ডিকের মাধ্যমে দিনে রাতে ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি বালু। সেই সাথে ড্রেজার ম্যাশিন দিয়ে ফসলি জমি ও সরকারি খাল-বিল বাদ পড়েনি মাটি আর বালু উত্তোলনের দিক থেকে। এ সব মাটি যাচ্ছে উপজেলার বিভিন্ন ইট ভাটায়। আর বালু যাচ্ছে মহেশপুরসহ বিভিন্ন উপজেলার নির্মানাধিন বাড়ী ও রাস্তায়। এ বিষয়ে প্রশনের পক্ষ থেকে একাধিক অভিযান পরিচালনা করে ভেকু জব্দ ও জরিমানা করার পরও প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলছে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তলনের মহোৎসব।
খোজ নিয়ে জানা যায়, মহেশপুর উপজেলার এসবিকে, ফতেপুর, পন্তাপাড়া, স্বরুপপুর, শ্যামকুড়, নেপা, কাজীরবেড়, বাঁশবাড়িয়া, যাদবপুর, নাটিমা, মান্দারবাড়িয়া, আজমপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক হারে চলছে মাটি কাটার ও বালু উত্তোলনের প্রতিযোগিতা।
নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্থ কয়েক জন কৃষক সাংবাদিকদের কাছে মাটি কাটার কারণে ফসলি জমির ক্ষতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
বিভিন্ন ফসলি জমি ২০ ফুট গর্ত করে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইট ভাটায়, এতে পাশের ফসলি জমি গুলো ধসে পড়ছে। একাধিক চাষের জমির মাঝে জলাশয় তৈরি হওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তার ছায়া।
এছাড়াও ভাটার ট্রাক ও হাইড্রলিক ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তার পাশে থাকা ফসল ধুলায় ঢেকে যাচ্ছে। এতে রাস্তার পাশের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ সকল বেপরোয়া ভাবে ট্রাক চলাচলে বিভিন্ন রাস্তায় ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে অনেকে।
গ্রামবাসীরা জানান, শুধু ফসলি জমি না নদীর পাড়ের মাটি, সরকারি খাঁস জমিসহ সরকারি বিলের মাটিও কেটে নিচ্ছে এ সকল সিন্ডিকেট।
মহেশপুর উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান জানান, উপরের স্তরর মাটির বেশি উর্বর, এই সিন্ডিকেটের ফলে ফসলি জমি হুমকির মুখে পড়ছে। মাটি কাটার জন্য উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি প্রয়োজন অন্যথায় মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ শাওন জানান, আমি এ সকল সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে পদক্ষেপ নিলেও পরর্বতীতে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ব্যবসা করছে কয়েকটি সিন্ডিকেট। মাটি কাটা ও বালু উত্তলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply