November 25, 2025, 7:00 pm
শিরোনামঃ
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী নির্বাচন কমিশনের সংলাপ আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের টার্মিনাল চুক্তি নিয়ে হাইকোর্টের রায় দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত : রুহুল কবির রিজভী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার  ফরিদপুরের ফেসবুকে কাবা শরিফ নিয়ে আপত্তিকর ছবি পোস্ট ;  যুবক গ্রেপ্তার রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ   পিরোজপুরে সাইবার সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা 
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফতেপুর বাওড়ে সারা রাত চলেছে মাটি কাটার মহাউৎসব

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সরকারি বাওড়ের একতারপুর অংশ থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সারা রাত ধরে চলেছে মাটি কাটার মহাউৎসবটি। যেন দেখার কেউ নেই বললেই চলে।

গত ১১ জুন মঙ্গলবার রাতে ক্ষমতাসীন দলের ছত্র-ছায়ায় লেন্টু মেম্বার পেটুয়া বাহীনি দিয়ে বেরিকেট সৃষ্টি করে ভেকুম্যাশিন দিয়ে মাটি কাটার মহাউৎসব চালাচ্ছে।

এলাকাবাসীরা লেন্টু মেম্বারের পেটুয়া বাহীনির সামনে প্রতিরোধ সৃষ্টি করতে পারেনি। ফলে বাধাহিন ভাবে চলেছে মাটি কাটার মাহাউৎসবটি।
একতারপুর গ্রামের শহীদুল ইসলাম জানান, একতারপুর গ্রামের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য লেন্টু মেম্বার ইউনিয়ন পরিষদের কয়েকজন মেম্বারদের সাথে নিয়ে ফতেপুর সরকারি বাওড়ের একতারপুর অংশ থেকে রাতের বেলা ভেকুম্যাশিন দিয়ে মাটি কাটে বিক্রি করে।
ইউপি সদস্য আশাদুল ইসলাম জানান, শুধু আমি না আমাদের পরিষদের অনেক মেম্বার আছে মাটি কাজের সাথে জরিত। ট্রাক প্রতি ফতেপুর সিন্ডিকেট ২০০ ও একতারপুর সিন্ডিকেটকে ২০০ টাকা হারে আমরা দিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, আমাদের পেছেনে আরো অনেক নেতা রয়েছে।
একতারপুর বাওড় পারের সাদেক আলী, মনিনুর রহমান জানান, শুধু আমি না এলাকার কেউই লেন্টু মেম্বারের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। আমরা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন স্যারকে ফোন করে জানিয়েছিলাম। কিন্তু কোন লাভ হয়নি।

একতারপুর গ্রামের লেন্টু মেম্বার জানান, আমি বাওড় থেকে মাটি কাটছি তাতে তো বাওড়ের জন্য লাভই হচ্ছে। তাছাড়া আমি প্রসাশনের অনুমতি নিয়েই মাটি কাটছি। যতো বাধায় আসুক না কেন মাটি আমি কাটবই।
ফতেপুর বাওড় মৎস্যজীবি সমিতির সভাপতি শান্তি হালদার জানান, আমার বাওড় থেকে মাটি কাটছে আমি জানি। তারপরও আমার বা আমাদের কিছুই করার নেই।
সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, আমি কাউকে মাটি কাটার অনুমতি দিতে পারিনা। যদি কেউ মাটি কাটে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page