স্টাফ রিপোর্টার : এক শিশুকে নিয়ে বিরোধের জের ধরে ইদ্রীস আলীকে (৪০) পিটিয়ে আহত করা হয়েছে। স্বামী ইদ্রীস আলীকে বাঁচাতে গেলে তার স্ত্রী সীমা খাতুনকে (৩৫) পিটিয়ে শ্লিলতা হানির চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ইদ্রীস আলীকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। এ ঘটনায় জুয়েল রানা, কাওছার আলী মৃধা ও রশিদা বেগমকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের একতারপুর গ্রামে।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে ও প্রতিবেশীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে একতারপুর গ্রামে ইদ্রীস আলীর শিশু সন্তানকে নিয়ে বিরোধ সৃষ্টি হয় প্রতিবেশী কাওছার আলী মৃধা ও রশিদা বেগমের সাথে। বিরোধের এক পর্যয়ে তারা পেরেক লাগানো বাটাম দিয়ে ইদ্রীস আলীকে পিটিয়ে আহত করে। মারপিটের সময় ইদ্রীস আলীকে বাঁচাতে গেলে তার স্ত্রী সীমা খাতুনকেও মারপিট করা হয়। এ সময় তারা সীমা খাতুনকে শ্লিলতাহানির চেষ্টাও করে।
Leave a Reply