স্টাফ রিপোর্টার : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময় করলেন মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজী।
১৭ আগষ্ট বৃহস্পতিবার সকালে মহেশপুরস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমান্তবাণী পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর উজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রফিকুল আলম খান ও মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম ভোলন, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
সালাহউদ্দিন মিয়াজী বলেন, সমাজ তথা রাষ্টের উন্নয়ন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভুমিকা অনস্বীকার্য।
তিনি সঠিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। তিনি আরো বলেন আমি মহেশপুর ও কোটচাদপুর উপজেলার মানুষকে সেবা করেই বাকী জীবনটা কাটাতে চাই।
উল্লেখ্য, সালাহউদ্দিন মিয়াজী বঙ্গবন্ধুর একান্ত সহচর ও বর্ষিয়ান রাজনীতিবিদ এ্যাডভোকেট মঈনুদ্দীন মিয়াজীর জ্যেষ্ঠ পুত্র।
তিনি পিতার যোগ্য ইত্তরসূরী হিসাবে ২০১৮ সাল হতে আওয়ামী লীগের রাজনীতিতে একনিষ্ঠ ভাবে জড়িত থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তৃণমূল নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে জাতীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ গ্রহন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছেন।
Leave a Reply