স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ শহরে রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, নদী সংস্কার ও দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি পেশ করেছে “রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
২৬ অক্টোবর রোববার সকালে ঝিনাইদহ শিশু একাডেমী প্রাঙ্গণে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞার নিকট স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি গ্রহনের সময় অতিরিক্ত সচিব বলেন, “ঝিনাইদহবাসীর জন্য দাবিসমূহ অত্যন্ত যৌক্তিক। দ্রুত এগুলো বাস্তবায়নের জন্য যথাযথ প্রচেষ্টা চালাব।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা পিএএ, অধ্যক্ষ (অব.) মহব্বত হোসেন, জনতা ব্যাংকের এজিএম রকিবুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, অধ্যক্ষ (অব.) সাইদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ও রেল লাইন-মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পিন্টু।