September 16, 2025, 11:00 am
শিরোনামঃ
রাজধানীতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে কয়েকটি দলের সাথে জামায়াতের যুগপৎ কর্মসূচি ঘোষণা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান ৪৫তম বিসিএসে উত্তীর্ণ ২০৮ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল পদ্ধতি গোপালগঞ্জে ভুয়া চিকিৎসকের একমাসের কারাদণ্ড ; চেম্বার সিলগালা সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ কোস্টগার্ডের অভিযানে খুলনার কয়রায় হরিণের মাংসসহ শিকারি আটক  মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা পরিহারের’ আহ্বান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

টাঙ্গাইলে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ; আহত ৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ইউপি সদস্যসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার লক্ষ্মিন্দর ইউনিয়নের বাঘাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জি।

এ ঘটনায় আহত স্বতন্ত্র ঈগল প্রতীকের সমর্থকরা হলেন- লক্ষ্মিন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম (৩৫), তার বড় ভাই হামিদুল (৫০), রুহুল আমিন (৩৩), জহিরুল ইসলাম (৩২)।

অপরদিকে নৌকা সমর্থকদের মধ্যে আহত হয়েছেন- লক্ষ্মিন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহমেদ। আহতরা সকলেই ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও দুই বারের এমপি আমানুর রহমান খান রানা।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রফিকুল ও নুরুল ইসলাম জানান, লক্ষ্মিন্দর ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থককে ডেকে নিয়ে গালিগালাজ করছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে নৌকার কতিপয় সমর্থক অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তাদের চারজন কর্মী গুরুতর আহত হন।

নৌকার সমর্থক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে খিচুড়ি খাওয়ার আয়োজন করেছিল স্থানীয় সমর্থকরা। আমরা আমাদের মতো আলোচনা করছিলাম। এ সময় হঠাৎ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এসে আমাদের অফিস ভাঙচুর করে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে মারধর করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের শাসানো ও গালি-গালাজ করার অভিযোগ মিথ্যা।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভিক্টর ব্যানার্জি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page