অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইল জেলার ৫৪ জন আত্মসমর্পণকৃত চরমপন্থীকে পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার।
স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান বিন আলী প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দরা আত্মসমর্পণকৃত চরমপন্থী ৫৪ জন সদস্যের স্ত্রীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
Leave a Reply