July 31, 2025, 6:32 am
শিরোনামঃ
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মহেশপুরে বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মানবপাচার দিবস উপলক্ষে মতবিনিময় সভা ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ; বিএডিসির খাল এখন কৃষকের মরণ ফাঁদ তাবলিগ জামাতের দুই পক্ষের সমস্যা মেটাতে কমিটি গঠন : ধর্ম উপদেষ্টা  ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি আওয়ামী লীগ এমপির কাছ থেকেও ৫ কোটি টাকার চাঁদা নিয়েছে আটক রিয়াদ ও তার দল একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

তীব্র তাপদাহ অতিষ্ঠ উত্তরের বরেন্দ্র অঞ্চলের নওগাঁবাসী ; তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ উত্তরের বরেন্দ্র জেলা নওগাঁ। আর এ অতিষ্ঠ জনজীবনে একটু প্রশান্তি পেতে অপেক্ষা করছে মানুষ আকাশের বৃষ্টির জন্য। সেই বৃষ্টিতে যেমন শান্তি পাবে জনজীবন ঠিক তেমনি উপকৃত হবে শাক-সবজির ক্ষেত। নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস বলছেন,  আজ শনিবার জেলায়  রেকর্ড করা হয়েছে। আর এভাবেই চলছে গত ৫দিন।

এদিকে তীব্র তাপদাহের কারনে বিপাকে পড়তে হচ্ছে ঈদের ছুটিতে আসা ব্যক্তিদের। ছুটি শেষ পর্যায়ে তবুও মিলছে না একটুও প্রশান্তি। পরিবার নিয়ে ঈদ করতে এসে তীব্র তাপদাহের কারনে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোদের তীব্রতা ও ভ্যাপসা গরমে মানুষ ছুটে বেড়াচ্ছে একটু প্রশান্তির জন্য।

রোদের তীব্রতার কারনে হাট বাজারে ক্রেতা কম থাকায় এর প্রভাব পড়েছে গ্রামীণ জনপদের হাট বাজারে গড়ে উঠা দোকান গুলোতে। নেহায়েত প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছেন না কেউ। আর যারা বের হচ্ছেন তাদের বেশির ভাগই ব্যবহার করছেন ছাতা। আবার অনেকেই গাছের ছাঁয়ায় খুঁজে ফিরছেন একটু প্রশান্তি। কেউবা টিউবওয়েল চেপে পানিতে মুখ ধুয়ে নিচ্ছেন ক্লান্তি দুর করতে। এদিকে তীব্র তাপদাহ থেকে বাঁচাতে গরু, ছাগলসহ অন্যান্য পশুকে পুকুর, ডোবা ও নদীতে গোসল করাচ্ছেন মালিকরা।

নওগাঁ শহরের তাজের মোড়ের রিকশা চালক মমতাজ বলেন, তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমে গ্রামীণ জনপদের রাস্তাগুলো প্রায় যানবাহন শূন্য। তীব্র রোদের কারনে ভ্যান, রিকশা ও অটোচালকরা যাত্রী না পেয়ে অলস সময় পার করছেন। সংসার চলবে কিভাবে। রাস্তায় লোকজন খুব কম। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না।

নওগাঁর পোরশার আম চাষী বকুল হোসেন জানান, এমনিতেই এ বছর আমের উৎপাদন কম। যেটুকু হয়েছে আবার দামও কম। তারপর গত ৫ দিন ধরে তীব্র তাপদাহ। ফলে গাছ থেকে ঝরে পড়ছে আম। এতে করে তারা দুশ্চিন্তায় পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, তীব্র তাপদাহের কারনে গাছের আম ঝরে পড়া রোধে গাছে পানি স্প্রে করাসহ সম্ভব হলে গাছের গোড়ায় পানি দিতে হবে। তাহলে কিছুটা রক্ষা করার সম্ভব হবে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, চলমান এগরম আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। নিরবচ্ছিন্ন রোদ ও দীর্ঘদিন ধরে বৃষ্টিহীনতার কারনে বরেন্দ্র জেলা নওগাঁসহ আশপাশের এলাকার তাপমাত্রা ক্রমেই বাড়ছে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবুজার গাফফার বলেন, তীব্র দাবদাহের কারনে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, ছায়াযুক্ত স্থানে অবস্থান করা ও বেশি করে খাবার স্যালাইন মিশ্রিত পানি পান করার পরাপর্শ দিচ্ছেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page