অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজারবাইজান দূতাবাসে হামলার ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছেন।
তেহরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন রাহিমি বলেছেন, আজ (শুক্রবার) সকালে একজন অস্ত্রধারী ব্যক্তি তার দুই শিশু সন্তানসহ দূতাবাসে প্রবেশের পর নিরাপত্তা বিভাগে হামলা চালায়। এর ফলে দূতাবাসের নিরাপত্তা বিভাগের প্রধান নিহত ও অপর দুই নিরাপত্তারক্ষী আহত হয়। নিহত ব্যক্তি আজারবাইজানের নাগরিক।
ঘটনার পরপরই হামলাকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে হামলাকারী ব্যক্তি বলেছেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি এই হামলা চালিয়েছেন। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহত ব্যক্তির পরিবার, আজারবাইজানের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানান।
তিনি বলেছেন, হামলা হওয়ার পরপরই সংশ্লিষ্ট বিভাগগুলো এ বিষয়ে তৎপরতা শুরু করেছে। হামলাকারীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।#
Leave a Reply