অনলাইন সীমান্তবাণী ডেস্ক : থাইল্যান্ডের জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী প্রধান দুই দল ৫০০ আসনের মধ্যে ২৯২টিতে বিজয়ী হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে- তরুণ জোট মুভ ফরোয়ার্ড ১৫১টি এবং সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ের নেতৃত্বাধীন পিউ থাই পার্টি ১৪১টি আসন পেয়েছে।
নির্বাচনের এই ফলাফলকে বিশ্লেষকরা রাজনৈতিক ভূমিকম্প হিসেবে দেখছেন যা দেশের জনমতের ব্যাপক পরিবর্তনকে স্পষ্ট করেছে।
নির্বাচনে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার দল এবং সেনা সমর্থিত আরেকটি জোট সম্মিলিতভাবে মোট আসনের শতকরা ১৫ ভাগ পেয়েছে। ২০১৪ সালে থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করা হয় এবং সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেন প্রায়ুথ ওচা।
নির্বাচনের এই ফলাফলকে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা প্রধানমন্ত্রী প্রায়ুথ ওচার সরকার থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, নির্বাচনের ফলাফল পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, জনগণ শাসন ক্ষমতার পরিবর্তন চায় এবং এই সংখ্যা ধারণার চেয়ে বেশি।
এদিকে, নির্বাচনে ভাল ফলাফল করার পর মুভ ফরোয়ার্ড পার্টির ৪২ বছর বয়সি নেতা পিতা লিমজারোয়েনরাত জোট সরকার গঠনের জন্য থাকসিন সিনাওয়াত্রার মেয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply